অমুক দা’র খোঁচা দিয়ে কথা বলা কমেনা বস্তুত।
মানুষের এত ভীড়ের কি আছে?
এত ছুটছে কোথায় তারা?
না হয় কেনাকাটা করুক ওরা পাছে
ভুলে যদি যায় নববর্ষ আগত।
ঠিক কোন দিনটা পালনীয় মনে আছে কার?
সংস্কৃতিতে এখন বদল যে লাগবে সেটা কোন জিনিসটার...?
বরং বাজারের অনুষঙ্গ দিয়েই না হয় খুঁজে নিক উচ্চারণ,
টান; ঝালমুড়ি সময়ে উজান, লক্ষ্য সেই ইন্দ্রক্ষণ।
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment