Friday, April 15, 2022

ছড়া || নতুন বছরের প্রথম দিন || হারান চন্দ্র মিস্ত্রী



আসছে এবার নতুন বছর
আসছে নতুন দিন,
নতুন জামা জুতো পরে 
বাজাই বসে বিন।

ভোরে উঠে আগুন জ্বেলে
শুরু হবে দিন,
নিম-হলুদের সোহাগ মেখে
নাচব তা ধিন ধিন।

দুপুরবেলা খাওয়া হবে
নতুন স্বাদের পদ,
কোনোভাবে আমার কথা
আজ হবে না রদ।

বিকালবেলায় ঘুরবো মেলায়
খাব আলুর চপ,
সবাই মিলে গাঁয়ের মেলার
ফেরাব গৌরব।

রাতেরবেলা যাত্রা দেখা
আমার অভিপ্রায়,
মায়ের কোলে মাথা রেখে
রাত্রি কেটে যায়।



হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ 24 পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,
পিন নং-743337


No comments:

Post a Comment