Friday, April 15, 2022

কবিতা || কথা বাহার || হামিদুল ইসলাম




ভাঙা বুকে তখনো অজানা বিষাদ 
আমরা কালের যাত্রী। সাজিয়ে রাখছি তরী পেরিয়ে যাচ্ছি শূন‍্য প্রান্তর

ওপারে ঝোড়ো হাওয়া, দাবদাহে ঘাস ফড়িং 
শিরীষ পাতায় শনশন 
আমাদের হাতে চেনা চেনা নববর্ষ। চেনা চেনা উৎসব

সান্ধ‍্য উঠোন 
কথাঘরে জোনাক রাত। পুড়ে যায় হৃদয়। পুড়ে যায় হৃদয় জঙ্গম

দাওয়ায় উন্মত্ত নাচ
ছাতিম গাছে দুপুর। সারাদিন ধূধূ । পাখিদের খুশির আকাশ

নববর্ষের পুষ্পবৃষ্টি  
ভিজে যায় অতীত। ভিজে যায় শৈশব 
বিবর্ণ পাঠশালায় কৈশোর বেড়ে ওঠে বিনম্র মায়ায়

রাতের সরাইখানায় হাবুডুবু কবিগান। ডুবে যায় কথা বাহার। 



গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর


No comments:

Post a Comment