জজ সাহেবের দরবারে
পুবেতে যে সূর্য উঠে
পশ্চিমে যায় কার দ্বারে?
জোয়ার-জলে ফুলে সাগর
ভাটায় কেন রুগ্নকায়
শীতের সময় উত্তরবায়ু
গ্রীষ্মে কেন বিরুধ বায়?
ডানা নেই তো মেঘ গুলো সব
কেম্নে উড়ে আকাশে
কি উপাদান আছে এমন
মানুষ বাঁচে বাতাসে ?
রাতের বেলায় ঠান্ডা বটে
দিনের বেলায় তাপ
হেতায় দেখি এক ওজন তো
মেরুতে ভিনমাপ।
প্রশ্ন আমার অনেক আছে
সাজিয়ে ফেলা চাই
শুনবো না তো বাহানা কোন
উত্তর চাই চাই।
কৃপাণ মৈত্র
প্রযত্নে-বিমল সিং
গ্ৰাম- পোস্ট -সুতাহাটা
জেলা-পূর্ব মেদিনীপুর
পিন ৭২১৬৩৫
No comments:
Post a Comment