Friday, April 15, 2022

কবিতা || মনে পড়ে যায় || মাসিদুর রহমান




কেন যে মনে পড়ে যায় 
যা হারিয়ে ফেলেছি বহুদিন আগে
কেন মন স্মৃতিকাতর হয় বুঝিতে পারিনা
হৃদয়ের মাঝে তাহা জাগে।

 আজও কেন খুঁজে ফিরে আমার মন
সেই স্মৃতির পাতায় বিষন্নতা 
অতিতের ফেলে আসা দূরন্ত প্রহরগুলো 
আজ যেনো বৃষ্টিহীন মৌনতা। 

আজও কেন ক্লান্ত জীবন
মনে করিয়ে দেয় অতিতের কথা 
তোমাকে হারানো আবেগ ভরা স্মৃতি অজস্র যণ্ত্রনা ভরা ব্যাথা।

কেন খুঁজেফিরে মন অলস জীবন
তোমার মায়া ভরা মুখ
তোমাকে হারিয়ে বুঝিতে পেরেছি
তুমি ছিলে মোর সুখ ।

কেন মনে পড়ে তাকে নিয়ে কাটানো সময় 
অভিমান আড়াআড়ি 
আমার গলা জড়িয়ে ধরে
মৃদু গলায় বলত যাবেনাত আমাকে ছাড়ি।

 আজও মনে পড়ে অবশেষে এসে 
তোমাকে হারানো দিনের কথা 
ভেবে হায় হায় দিশেহারা আজ
হারিয়ে এসেছি হেথা ।



No comments:

Post a Comment