প্রেমহীন বৈচিত্রময় ছিন্ন বিছিন্ন মানুষের কাতার,
ঐক্যর মাঝে হিংসার দাবানল ৷
নিঃসঙ্গের মাঝে কূটনীতির বিস্ফরণ৷
ঘৃণার বাক্য,
সন্দর পৃথিবীতে মানুষের সংখ্যা আজ বড় কম৷..
নানান উৎসবে মেতে উঠেছে এজগৎ,
প্রকৃত উৎসব সেটা,
যেমন সুন্দর প্রকৃতিকে চোখে দেখার নিষ্পাপ অনুভূতি৷
অনুরুপ মনুষ্যমনেও দরকার সেই একাত্নবাদী মিলন আর্দশের শান্তির সহানুভূতি৷
তবেই হবে নব সুপ্রভাত ৷
চঞ্চল সেখ
নওপাড়া, উখুড়া সরাংপুর
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment