খোলা আছে কবিতার খাতা
লেখা জাগে মনের গোপনে
ছায়া ছায়া নয় প্রস্ফুটিত
মন, সে কি তোমার শাসনে !
রাত্রি জাগে নক্ষত্র ও জাগে
নিয়ে আসে সমবেদনাকে
অমানিশা বিষাদে মলিন
ঘর্মাক্ত হয়েছে বৈশাখে ।
খোলা থাকে কবিতার খাতা
ভাবনারা হয় অন্তর্হিত
অক্ষম সে ,তবু ও কেন রে
বারবার হয় সে তাড়িত !
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০
No comments:
Post a Comment