Friday, April 15, 2022

কবিতা || দৃষ্টিকোণ || অলভ্য ঘোষ




আমি দেখলাম 6 ছয় ;
উল্টোদিকে দাঁড়িয়ে থাকা লোকটি দেখলো 9 নয় !
আমার যেটা ৪(চার) ;
আর একজনের 8(Eight) দ্বিগুণ সমাহার!
আমার যখন ভোর হল কারো তখন রাত্রি।
কারো ভাষার "চুল" হল আমার ভাষায় খিস্তি।
কারো গরু পূজনীয় কেউবা দেয় কোরবানি;
আবার শুয়োরের নাম শুনলেই কারো হয় হয়রানি।
টাকা মাটি মাটি টাকা;
কারো আবার টাকা ছাড়া সব ফাঁকা।
কে বোকা আর কে ন্যাকা;বুঝতে গিয়ে খাচ্ছি ধোঁকা!
অম্বল টা এড়াতে হলে পাউরুটি চাই সেঁকা।

বিচিত্র সব দেখে শুনে আমার চক্ষু চড়কগাছ।
বেছে বেছে ঘেঁটে ঘেঁটে খুঁজছি কমন কোনটা আজ।
হাসি,কান্না হীরা পান্না;
জন্ম মৃত্যু পরোয়ানা;
নটা ছেঁদা,
চারিত্রের দোষ একগাদা!
হিংসা,দ্বেষ,ভালবাসা
এই তো এদের অ্যাটাচ বাসা।
মানুষ আমরা জন্তু খাসা; মশার চেয়েও মশকরা;
রক্ত খেলে ঘুষ খেলে জাত যায় না;
চুমু খেলেও নয়
এঁটো খেলেই জাত হারা!

যার যা দেখার সে তাই দেখুক; 
যার যা ভাবার ভাবুক মনে। 
আমিও ঠিক সেও ঠিক; 
তফাৎ শুধু দৃষ্টিকোণে।।


৯৪৫ হরিদেবপুর নেতাজী পল্লী কলকাতা ৭০০০৮২


No comments:

Post a Comment