Friday, April 15, 2022

ছড়া || বাংলা নববর্ষ || দীপঙ্কর বেরা




নতুন বছর নতুন আশা
নতুন দিনের আলো
নতুন এলে বাংলা বছর 
আরও লাগে ভালো।

চৈত্র শেষের এই বৈশাখে
নতুন জামা পেলে
পদ্ম শালুক বাংলা হৃদয়
উড়বে ডানা মেলে।

আসবে ফিরে উদ্যমে বেশ
বাংলা জোয়ার গাঁথা 
নতুন গন্ধে আকাশ বাতাস
তুলবে আবার মাথা।

হাল খাতা আর উদযাপনে
লাগবে বাংলা আশা 
বাঙালি তাই আজও বিশ্বে
ছড়ায় ভালোবাসা।



DIPANKAR BERA
Address - BAGUIPARA ROAD, NARENDRAPUR
KOLKATA-700103 

No comments:

Post a Comment