আজকে কথা ছিল
এক চাঁদের তলায় এক সামিয়ানার।
ভিড়ের শহরের ফাঁকা মাঠের আঙিনায়
কাটাবে তুমি আর তোমার প্রিয়তমা।
'মিলন হবে কতো দিনে'.......
ভেসে আসে চিরকালীন বিরহি সুর..
নিয়মের পাঁচালি মেনে সেই বিচ্ছেদ,
তবুও আমার শরীর জুড়ে তোমার গন্ধ
শীতের লেপের চেয়েও একটা উষ্ণ আলিঙ্গন
আমায় রেখেছে ঘিরে।
মেহগনির পাতায় আগুন লাগানো শিহরণ
বয়ে চলেছে শিরায় শিরায়।
ঠোঁটে তোমার পুরু সিগারেটের গন্ধ
লিপস্টিক আলুথালু স্থান হারা।
রাতের অন্ধকার আজ বেশ আলো আলো
চোখের কালোয় শুধু তুমি।
আজ স্বপ্নে এসো না
এ চোখে অনেক ঘুম বাকি।
এসব মেকি জোনাকির প্রেম
বলবে লোকে,
দিনের আলোয় যায়না দেখা,
আমি উত্তর দেব না।
হেসে কোনো আলোর পথে হাঁটবো
তোমার হাত ধরে,
যেখানে সোনাঝুরির দেশে প্রেম বিলি হয়।
ধীরে ধীরে মিলিয়ে যাবো
পিহু কাহা পাখির ডাকে।
আবার ফিরবো
রাতের শহরে জোনাকির প্রেম ভালোবেসে।।
নাম-মনীষা সিনহা বাবু
Dist-bankura
Po+ps-simlapal
No comments:
Post a Comment