এসো হে বৈশাখ এসো এসো
এসো দাবদাহ নিয়ে
প্রকৃতি নিয়ম সব মেনে
চৈতালি চাঁদ দেখা শেষে,,
এসো হে,এসো হে,এসো হে!!
এনো শান্তির শুভ বার্তা
সকলের মন জুড়ে
পৃথিবী হোক শান্ত
উত্তপ্ততা তোমার শুধু থাক
পৃথিবীর সকল বিষাক্ততা
যাক বৈশাখী তপ্ততায় পুড়ে,,
এসো হে, এসো হে,এসো হে!!
এনো কালবৈশাখী ঝড়খানি
উড়ে যাক সকল মনের গ্লানি
বৃষ্টি নামুক এবারে
ধুয়ে যাক ভাইরাস, মহামারী,
এ পৃথিবী হাসুক গতি ছন্দে
এসো বৈশাখ নব বর্ষ বরণে
বাংলা বছর হলো শুরু
সুন্দরতা, মাধুর্য, ভালোবাসা
বর্ষিত হোক সকল হৃদয়ে,,
এসো হে, এসো হে, এসো হে!!
এসো বৈশাখ নতুন ছন্দে
পৃথিবীকে গড়ে তোলো
স্বচ্ছ হৃদয়,মানবিকতায়
যুদ্ধ চাই না আর কোথাও
রক্তাক্ত পিচ্ছিলতা আর নয়
চাই এক প্রান এক মন
সকল মানব হৃদয়,
চাষীর কান্না, গরীবের ক্ষুধা
বেকারের কষ্ট আর নয়
চাই না বৃদ্ধাশ্রম
এতো বেশি গড়ে উঠুক
চাইনা হানাহানি, পৃথিবীময়
এসো বৈশাখ, পূর্ণ করো
সুন্দর করো মানব হৃদয়।
এসো তুমি,চির সুন্দর হয়ে।
SWAPNA MAJUMDER
C/O. Mr. Rajendran
Row house,No--A-11, Plot No-144 A
SIDDHI Homes
Sector--13, PCNTDA, CHIKHALI,
HAVELI Dist, PUNE, MAHARASHTRA
PIN-411019
No comments:
Post a Comment