Friday, April 15, 2022

কবিতা || পরিনতি || লাবণী ধর



লাল নীল রঙের স্রোতে ভাসতে ভাসতে পরিণত হওয়া,
অনেকটা সব রকমের মিষ্টি, টক আর তেঁতোর স্বাদ নিয়ে -
কোনো স্বাদের প্রকোপ বেশি, কোনোটা কম,
ভোরের সূর্যটা আর হাঁ করে দেখিনা,
সময় কোথায়?
আচ্ছা বলুন তো - যাঁতাকলে রোজ পিষতে পিষতে জীবনের শেষ প্রান্তে এসে ....
তবে মনের সেই লাল গোলাপ টা এখনও বেশ টলমলে ভাবে আছে,
মাঝে মাঝে প্রেম, ভালোবাসা দিয়ে ঝাপটা দেওয়া,
তবে ব্যস্ত জীবনে আর গোলাপের গন্ধ নেওয়া হয় না।
একবার মনের সেতু তৈরি হলেই ত হিল্লে হয়ে গেল,
মায়ার শিকড়ে মাঝে মাঝে একটু টান পরে,
তবে অনেকটা সংযত ভাবে ,
পৃথিবীর হাসি কান্নার পোশাক পড়ে বেশ আছি !
তবে কাজের খামতি নেই,
" কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না"
হাহা ,প্রলাপ মনে হচ্ছে !
প্রলেপ দিয়ে প্রলাপ আমি পারি না ,
তাই কিছু অনুভূতি কলমেই ভালো!




LABANI DHAR
Flat - 204, Akhila Apartment,
Indira Nagar Colony
On Venkatapuram Road.
Lothkunta, Trimulgherry
Secunderabad - 500015


No comments:

Post a Comment