Friday, April 15, 2022

কবিতা || জবানবন্দি || অজিত কুমার জানা




মেঘের মুখ দেখে, 
তোমার কবিতা লিখেছিলাম। 
মাটি এতো নরম হবে,ভাবিনি, 
গদ্যের ভিতরে পদ্য থাকে জানি,
তার রস আস্বাদন, অনুভূতির দর্শন।

সংখ্যা নীরস হলেও-
কখনো কখনো অমৃতভাণ্ড খুলে।
রোজ দুপুরে শুকনো তালপাতার-
ধড়াস ধড়াস শব্দ, 
আমাকে দিয়ে লিখে নেয়,
তোমার ইস্তাহারের নীচে-
আমার ছোট্ট নদীর জবানবন্দি। 


গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, 
জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ। 


No comments:

Post a Comment