তুমি অপরপা নারী
নব বর্ষ বৈশাখী
তোমার আগমনে কেন
জলে ভরে আঁখি ?
পবিত্রতা বজায় থাকুক
প্রতি হৃদমন্দিরে
নব আশা উদ্দীপনা এনো
প্রতি ঘরে ঘরে ।
বিশ্বাসঘাতকতা দুরে যাক
হৃদয় কালিমা ঘুচে
নতুন তারিখ স্থান পাক
পুরনো তারিখ মুছে ।
ডাঃ তারক মজুমদার। সম্পাদক--সাহিত্য দর্পণ।
২ দুর্গা নগর। কাঁকিনাড়। পোঃ--মাদরাল।
জেঃ--উঃ২৪ পরগনা। ৭৪৩১২৬। পঃ বঃ । ভারত।
No comments:
Post a Comment