কথার উত্তর মেলেনি দীর্ঘদিন,
তার উপর জমেছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস পরজীবিদের স্তর
বাহ্যিক অনুসন্ধানে যতটুকু বোঝা যায়,
নিথর দেহে জড়িয়ে যাবার পর-
পৃথিবীর শব্দ শোনাটা বড় বেশী কাঙ্খিত হয়ে উঠেছে,
তোলপাড় হয়ে যাবে, তবুও প্রকাশের প্রতিটা ভাঁজে জড়তার ছাপ ,
হয়তো নিস্ক্রিয় কোন সাম্রাজ্যের দিকে আগুন ছুঁড়ে দিয়ে বলবে, ধ্বংসাত্বক রূপেও একটা আদিমতা আছে।
দূরত্বের প্রতিটা আলোকবর্ষ , মায়াময় অধ্যায় যেন
উত্তরায় থেমেছে, আবরণে রঙতুলির মতো।।
২৪, কেদারনাথ দেউটি লেন কদমতলা হাওড়া ৭১১১০১
No comments:
Post a Comment