Friday, April 15, 2022

ছড়া || কাঠবিড়ালীর লেজ || তূয়া নূর



জানতে পেলাম অবশেষে 
গতরাতের শেষ খবরে 
কাঠবিড়ালী একদিন নাকি 
হয়েছিলো লেজ গোবরে!

সাত ধোয়াতেও হয়না যে দূর
গন্ধ থাকে লেগে
সেই ছবিটা গভীর হয়ে 
মনে আছে জেগে। 

লেজের কথা আর কখনো
যায়নি সেতো ভুলে
তখন থেকেই লেজটাকে সে
পিঠে রাখে তুলে। 


11513 centaur way 
Lehigh Acres, Fl 33971, USA
239-822-1417

No comments:

Post a Comment