Friday, April 15, 2022

কবিতা || হে নবীন || দেবযানী মহাপাত্র



প্রখর দিন 
অযুত আশা 
লক্ষ্য বিহীন। 

তপ্ত রোদ 
পোড়ায় চোখ 
শ্বাস শুকায়। 

ঝড় আসুক 
উড়িয়ে যাক 
সব মলিন। 

জল আনো 
নবীন হে 
প্রাণ জুড়াক।



Debjani Mahapatra 
Rukmini Bhawan 
57/1 SN Banerjee road 
Barrackpore
Pin No-700120 



No comments:

Post a Comment