আজ আর হারিয়ে যাওয়ার কথা বলবো না
আজ শুধু মনে রাখার কথা বলবো।
সময় পেলে মনে ক'রো,
অবশ্য কাজ বাদ দিয়ে নয়,
তুমি কাজ করতে করতে কখনো
চোখ তোলো না
চোখের পাতা ফেলো না —
তখন আমাকে মনে করো ।
অথবা,
কোনো হারিয়ে যাওয়া গানের কলি
ফেলে আসা কবিতার ছন্দ
ভালোবাসার গন্ধে —
মনে ক'রো আমাকে...
আকাশে মেঘ দেখো না,
সবুজ ঘাসে পা রেখো না,
তখন, তখন আমাকে মনে করো।
ফুলের গন্ধে বাতাসের আলতো ছোঁয়ায়
প্রেমের কানাগলি বেয়ে
মনে করো আমাকে...
অবসরে মনে মনে প্রেমের কবিতা সাজিও,
অন্ধকার ঘরে সা-রা-রাত
চুপি চুপি মনের কথা আমাকে ব'লো...
ভাবছো হয়তো,
আমি শুনতে পাব না,
মন দিয়ে ব'লো —
তারা আমার অন্তরে সাড়া দিয়ে যাবে...
শ্বাস প্রশ্বাস নেওয়ার ফাঁকে
যেটুকু সময় থাকে,
আলোর সাথে আঁধার মেশার আগে
যেটুকু সময় থাকে
তোমার সব ভাবনার ফাঁকে
প্রেমের শিশির মাখতে ইচ্ছা হলে
আমাকে মনে ক'রো।
কখনো যদি ভীষণ উদাস হতে ইচ্ছা করে
তাহলে হাত বাড়িয়ে ডেকো আমাকে,
তোমার একলা আঙিনায়
ভালোবাসার আবেশ নিয়ে ধরা দেব
তোমার হৃদয়ে...
করবী দাস
চক পীতাম্বর দত্ত, শিবগঞ্জ, বাসন্তী,
দঃ ২৪ পরগণা।
No comments:
Post a Comment