সবুর করো পলাশ তুমি
একটু বাঁধো মন,
তেপান্তরের কঠিন পথে
করবো রঙের মন্থন।
পথটা যে অনেক দূর্গম
মাঝেতে অনেক কাঁটা,
কেমন করে পৌঁছাবো বলো
নদীতেও চলছে ভাঁটা।
কোনো মতে এসে দেখি, আহা !
যেন ক্যানভাসে আঁকা ছবি,
হৃদয় আঙিনা ভরে উঠলো
আনন্দেতে কবিতা লেখেন কবি।
ঋতুরাজ বসন্ত এলো
সুন্দরী দোল পূর্ণিমায়,
একরাশ খুশির আবেশ
জ্যোৎস্নামাখা আঙিনায়।
দোলের দিনে বন্ধু আমার
পাঠিয়ো রঙের আলো,
নিকেতন তো অনেক দূরে
কি করে বাসবো তোমায় ভালো ॥
প্রবোধ চন্দ্র দাস,
৩২, ড: বীরেশ গুহ স্ট্রীট, দ্বিতীয় তল,
পো. অ - সার্কাস এভিনিউ,
কোলকাতা- ৭০০০১৭
No comments:
Post a Comment