Friday, April 15, 2022

কবিতা || এই বছরে || বিশ্বজিৎ রায় চৌধুরী



আরো নতুন একটা বছর এল নতুন দিন ,
বর্ষ শেষে নতুন বর্ষ আসে , মাফিক রুটিন ।
তবু মনে হর্ষ আসে অজানা দিনের পরদা ,
একে একে উঠবে যবনিকার আড়াল সদা ;
বুকের মাঝে লাগছে কাঁপন , মনে কতই আশা
এবার হবেই খারাপরা দূর হটবে সর্বনাশা ।
সবাই থাকে একটু পাবার আগ্রহে অধীর 
যেমন জীবন নদীর বাঁকে বাঁকে অজানা গতির ।
আকাশ কুসুম ভালোই লাগে ভাবতে নববর্ষে ,
পাব কি না পাব , ভাবি পড়ব না তো মুষরে ।
বরণ করে নেব নতুন বছরটাকে ভাবি না অমঙ্গল ,
মনের মাঝে প্রশস্ততা , হাসব অনর্গল ।



No comments:

Post a Comment