Friday, April 15, 2022

কবিতা || নতুন বছর || গোপা ঘোষ




নতুন বছর তোমায় সুস্বাগতম,
নিয়ে এসো সেই উজ্জ্বল দিন,
সাদা কালো জীবনের দিনগুলো
যেন হয়ে ওঠে রঙিন।
স্বপ্নেরা যেন পাখা মেলে ওড়ে,
ইচ্ছেরা পায়ে সার্থক ভাষা,
অনাদরে থাকা জীবন গুলো
যেন পায় ভালোবাসা।
নতুন বছরে শান্তি আসুক পরানে
ঝলমলে রোদ উছলে পড়ুক,
সব বেসুরো গানের সুর বদলিয়ে
নতুন গানের ছন্দ করুক।
নতুন বছর এসো নতুন সাজে
সব কালিমা ঘুচিয়ে
সবুজ প্রাণের ইঙ্গিত নিয়ে
শস্য শ্যামলের ঢেউ খেলিয়ে।




No comments:

Post a Comment