দুঃখ সুখের গ্লানি মুছে বাজাই শঙ্খ ধ্বনি
শুভ্র উজ্জ্বল প্রভাতে শুনি তোমার পদধ্বনি
চৈতি হাওয়া বিদায় জানায় জীর্ণ পুরাতন
বৈশাখী রাগ মেখে তোমার আগমন
হাসি মুখে বরণ করি নতুন সাজে সেজে
হাল খাতার কলরবে বাঙালি ওঠে মেতে
বছরভর থাকে যেন শান্তি সুধা স্পর্শ নববর্ষ সবার মনে আনুক নব হর্ষ।
অদিতি ঘটক
চুঁচুড়া, হুগলি
No comments:
Post a Comment