Friday, April 15, 2022

কবিতা || খুশির জোয়ারে || অভিষেক মণ্ডল




দেওয়ালে ঝোলানো দিনলিপিটার
             আয়ু শেষের পথে,
শুরু হতে চলেছে একটা নতুন বছর
      আবার নতুন করে পথচলা।

পয়লা বৈশাখের প্রভাতী সূর্য
   ধরনীতে আনুক আশীর্বাদ,
থামুক যুদ্ধ কাটুক অতিমারী 
  আর যত আছে অভিশাপ।

ঐ শোনো মন্দিরে মন্দিরে 
 বেজে উঠেছে মঙ্গল শঙ্খ,
জাগো জাগো সে শুভক্ষণ
         এসেছে দুয়ারে।

সবাই হাতে হাত রেখে 
মেতে উঠি আজি আনন্দে,
নববর্ষের মাহেন্দ্রক্ষণে ভরুক
    প্রাণ খুশির জোয়ারে।


গ্রাম+পোস্ট - বড়গাছিয়া।
            থানা - জগৎবল্লভপুর।
             জেলা - হাওড়া।



No comments:

Post a Comment