নতুন চালের নতুন পিঠা
খেতে লাগে মজা,
নানা রকম পিঠা খেলে
মনটা থাকে তাজা।
পাটি-সাপটা কুলি পিঠা
খাবে নাকি ভাই?
আরো আছে ভাপা পিঠা
সবাই বলে চাই।
পিঠা উৎসব দেখতে হলে
চলো গ্রামে চলো,
গ্রামে আছে অনেক পিঠা
যেতে চায়লে বলো।
রেজাউল করিম রোমেল
চাঁচড়া,রায়পাড়া,
ইসমাঈল কলোনি,
যশোর, বাংলাদেশ।
No comments:
Post a Comment