Friday, April 15, 2022

কবিতা || নব বৈশাখ || অনন্যা দাস



বসন্ত ডেকে কয় 
        কোকিলের সুরে,
 বৈশাখের আগমন
         ওই দেখো দুরে।
ধুলো বালি স্মৃতি কনা
            সবি ধুয়ে যাক,
নবীনের আলো মেখে
             আসে বৈশাখ।
উৎসবের ডালি নিয়ে 
          নব বৈশাখ শুরু,
তারি আহ্বানে গানে গানে
    করেছিলেন কবি গুরু‌।
রঙে রঙে ভরে ওঠে
             বাঙালির মন,
পুরাতন ভুলে গিয়ে
   নবীনকে করি আপন।



জলপাইগুড়ি, 
ভবানী নগর


No comments:

Post a Comment