Friday, April 15, 2022

ছড়া || দীনুর ঘোড়া || তুষার মণ্ডল



চাতরা হাটে কিনলো দীনু টগবগে এক টাট্টুঘোড়া
শুধায় কিনু কিনলি একি ঘোড়ার দেখি এক পা খোঁড়া।
কিনলি যদি নগদ দামে দেখলি না তার ক'খান পা
হোক না খোঁড়া আমার ঘোড়া বল দেখিনি তোর কি তা?
ঘোড়ার আমার শিক্ষা আছে ফেলবে কদম যত্ন করে
এক পা তাহার খালের ধারে আর পা খানি ঢিবির 'পরে
চলতে পথে আমার ঘোড়া খুরে তাহার সুর ছড়ায়
দুর বোকা তুই খোকা নাকি চলার দেখি ভরসা নাই।

ভেলকি জানে আমার ঘোড়া কদম কদম ফেলবে পা
নিখুঁত নিশান রন ক্ষেত্রে শঙ্কা কি তা ঘুণাক্ষরে জানেই না।
চলল দীনু রাজ সমীপে চাগিয়ে কাপড় বল্গা এঁটে
বাগিয়ে ধরে চাবুকটিরে টগবগিয়ে ঘোড়ার পিঠে।
ছুটতে গিয়ে ছিটকে পড়ে উলটে ঘোড়া চিৎপটাং
হুমড়ি খেয়ে হড়কে পড়ে ভাঙল দীনুর জোড়াঠ্যাং।



গ্ৰাম--ফতেপুর// পোস্ট--কয়থা//জেলা--বীরভূম
পিন কোড নং---731220


No comments:

Post a Comment