হে নূতন বছর এসে করো সংক্রমণ রোধ,
মানবজাতির হৃদয়ে জাগাও বোধ।
পৃথিবীর উপর ধেয়ে আসছে এক কালো ছায়া,
এ যেন অশুভ শক্তির মায়া।
এসেছে পৃথিবীতে নেমে যে অন্ধকার,
মানবজাতি করবে একদিন তার তিরস্কার।
অশুভর প্রভাবে জগতের সৃষ্টি হয়েছে কালো,
এই কামনা করি নূতন বছরে আসবে নূতন সূর্যোদয়ের আলো।
শুভ্রব্রত রায়
গ্রাম + পোস্ট - মন্তেশ্বর
পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment