Friday, April 15, 2022

কবিতা || শুভ নববর্ষ || অমল চক্রবর্তী



পুরানো যায় নতুন আসে
এটাই বিশ্ব রীতি। 
হিংসা ভুলে ভালোবেসে 
হৃদে জাগাও প্রীতি। 

বছর শুরুর শুভেচ্ছা নিও 
আত্মীয় বন্ধু সবে। 
পুরানো ভুল সুধরে নিয়ে
 প্রভুর কথা কবে। 

নতুন বছর করবো বরণ
হিংসা বিদ্বেষ ভুলে। 
রোগ ব্যাধি সব আছে যতো
নাও না প্রভু তুলে। 

নতুন বছর নতুন দিনে 
নতুন আশা বুকে 
শান্তি সুখে ভাসবো মোরা
রইবো নাকো দুখে। 

নবীন সনে সবার মনে 
ফুটে উঠুক হাসি। 
দুঃখ কষ্ট দূর হয়ে যাক
বাজুক প্রেমের বাঁশি। 

নতুন করে গড়বো মোরা
পুরানো বিশ্ব টাকে
অতীত স্মৃতি ফেলবো ঝেড়ে 
বছর শুরুর ফাঁকে।


অমল চক্রবর্তী 
গ্রাম + ডাকঘর :- সিংহালী, মন্তেশ্বর 
পূর্ব বর্ধমান 
713145

No comments:

Post a Comment