Saturday, July 16, 2022

কবিতা || সুপ্রিয়া দত্ত




স্তম্ভিত বেলা

সুপ্রিয়া দত্ত (প্রহেলিকা)

 ঘরবন্দী গুচ্ছ গুচ্ছ বিষন্নতা ,
স্মৃতি আকড়ে যত দূর অতীতে যায় -
বর্তমান তালাবদ্ধ কুঠুরির কোনে গলা চেপে ধরে।
শহরতলীর ব্যস্ততম ঐ রাস্তাটা
আজ রাতের অন্ধকার জুড়ে শুধুই
শেষের খেয়ায় মৃত্যু বোয়ে চলেছে।
যেনো আকাশ জুড়ে গুচ্ছ গুচ্ছ ঘুড়ি
কিন্তু একে একে সব ঘুড়ি ভোকাট্টা।
কোন অজানা কাটছে এই ঘুড়ি
রিলেশন করে দিচ্ছে ডিপ্রেশনের সাথে?
বোকাবাক্সের দিকে হাঁ করে বসা চোঁখ- নাক
যেনো গিলছে নিজেরই মৃত্যুর খবর।
লক্ষ লক্ষ শ্রমজীবী অথবা ছোটো ব্যবসায়ী
ছিন্ন বিচ্ছিন্ন সংসার তাদের,
এ কোন অভিশপ্ততার হয়রানি!
তবে যে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল দুর্বাসা
অথবা বাসরে কালনাগিনীর ছোবলে 
স্বামীকে হারিয়ে বেহুলার আর্তনাদ,
এ বিষ জ্বালা কি তার চেয়ে অধিক নয়?
মরণ তো এখন হাতের কাছেই,
বেঁচে থাকাটা সংশয়।




সুভাষ নগর
বনগাঁ
 উত্তর ২৪ পরগনা


No comments:

Post a Comment