সম্পর্ক
মুহা আকমাল হোসেন
তোর উপন্যাসের সম্পর্কটা বুঝি এইভাবে বাঁচে
পূর্বরাগ প্রথম প্রহর লেগে আছে আয়নার কাচে।
রাঙা ভোরের যুগল দোয়েল ডাকছে কদম গাছে।
এখনো তোর অভিসারী পা বড়ই শাসন ভাঙে
সর্ম্পকের গোপন কলসি ভাসে যমুনা কিংবা গাঙে।
তোরে গল্পের ধূসর অনুচ্ছেদে কানুর বাঁশি কানে
বেহেস্ত ভেঙ্গে গন্দোম চাখে আদম -ইভ এইখানে !
ছোট সুজাপুর,
মালদা-৭৩২২০৬
No comments:
Post a Comment