খুশির ঈদ
শঙ্কর ঘোষ
রমজান মাস শেষ হলেই আসে খুশির ঈদ,
ছোটদের ঈদের গল্প শোনায় চাচা রশিদ।
ইমাম ঈদ ঘোষণা করেন আকাশে চাঁদ দেখে,
ঈদে নতুন পোশাকে ঘোরে গায়েতে আতর মেখে।
ঈদের দিনেতে মসজিদে নামাজের ঢল নামে,
ঈদে প্রবাসীরা কাজ থেকে ফেরে নিজ নিজ ধামে।
ঈদের দিনে লোকজন এসে সবার বাড়ি ভরে,
নানা স্বাদের সেমাই পিঠে খাওয়ান তৈরি করে।
ছোটবড় সবাই নতুন পোশাকে বেড়ায় ঘুরে,
বাড়িতে আসেন কাজের সূত্রে থাকেন যারা দূরে।
খুশির ঈদকে কেউই চায়না করতে নষ্ট,
ঈদের দিনে দীন দুখিরা পায় যে বেশি কষ্ট।
ঈদের দিনে খাবার পোশাক করলে পরে দান,
তবে নামাজ পড়লে খুশিতে ভরে আল্লার প্রাণ।
সব মুসলমানেরা একহয় যে ঈদের দিনে,
সবাই যেন একহই হিংসা মারামারি বিনে।
উত্তর কালীনগর হাবসী পাড়া লেন
কৃষ্ণনগর
নদীয়া
No comments:
Post a Comment