পাহাড়ি রূপ
সায়নী আচার্য্য
হৃদয় আমার মধুর ডাকে
ছুটে যায় বারে বারে।
পথ হারিয়ে আঁধার কুড়োয়
অজানা অভিসারে।
সবুজে ঘেরা চাদরের ন্যায়
বিস্তৃত তার রূপ।
গগনচুম্বী পাহাড় জেগেছে,
হয়েছে অপরূপ।
ঘন বনের মধ্যে আছে
অজানা এক শব্দ।
পাহাড়ি নদীর স্রোতের ধারায়
পাথর হয়েছে জব্দ।
নদীর স্রোতে ছিন্নভিন্ন
পাথরের বড়ো চাঁই।
চাইছে যেন নদীর কাছে
একটুখানি ঠাঁই।
ঠিকানা-ইলিয়াস রোড, আগর পাড়া
কোলকাতা-৭০০০৫৮
No comments:
Post a Comment