Friday, July 15, 2022

কবিতা || সৌভিক ভান্ডারী




অমরাকাঙ্ক্ষা

সৌভিক ভান্ডারী

যদিও জীবন চলিয়াছে   
        ন্যায় নদীর স্রোতে ;           
অতীত থেকে চলে আসিয়াছি      
        আজ অনেকটাই দূরে ;
তবুও যেন পুরোনো কিছু স্বপ্ন   
      মনের দোড়গোড়ায় ছটফটিয়ে মরে ।। 


কর্তব্যের খাতিরে ভালোলাগা,খারাপলাগা       
   সমস্ত কিছুকেই যে রেখে দিতে হয় দূরে ;     
কিছু চাহিদা, কিছু ইচ্ছা আর কিছু আকাঙক্ষা                 
  যেন চলিয়াছে একান্ত জীবনকে খনন করে ।।


চাহিদা আর আকাঙ্ক্ষায় যে
    বাঁসা বেঁধেছে গোটা জীবন জুড়ে ;
এরাই তো দিয়েছে
     জীবনখাতাকে পূৰ্ণ করে ।।


কিছু স্বপ্ন স্বপ্নতেই থাকে
    ঘটেনা যে তাদের কোনো মৃত্যু ;
পাওয়া যায় না যে তাদের থেকে সন্তুতি
    এরাই হয়েছে একান্ত জীবনের একমাত্র সঙ্গি ।।                        
                             
                                     



সিউড়ি
বীরভূম

No comments:

Post a Comment