Friday, July 15, 2022

কবিতা || বিউটি কর্মকার




সত্য স্বাধীনতা

বিউটি কর্মকার

তোকে অনেক কষ্টে পেয়েছিলাম আমরা।
ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন, আর অনেকখানি আশা-
যখন এলি আমাদের কোলে,
ভরিয়ে দিয়েছিলাম ভালোবাসা।
এ মাটির বুকে অনেক রক্ত লেগে আছে,
অনেকখানি বেদন!
সে রক্তের ভাষা তুই বুঝবিনা।
তুই তো রাজনীতির জামা পরে
হয়েছিস বড় আধুনিক।
ওরে স্বাধীনতা, তুই এখন
ভোট উৎসবের প্রতীক!
পরিচয় ভুলেছিস, ভুলেছিস পিতা মাতা,
মিথ্যাবচন, চটুল উৎসব তোর অন্নদাতা।
হায় রে স্বাধীনতা!
যদি কখনো মনে হয় একবার ফিরে যেতে,
খাদি চরকা, চরমপন্থা অপেক্ষা করে আছে।
শুধু একবার ফিরে আয় আমার সত্য স্বাধীনতা।
বিপ্লবের আঁখিজল, হবে না বিফল
আছে যে ভারতমাতা।




চরকডাঙ্গা, বারাসাত নতুনপুকুর রোড
উঃ 24 পরগনা
কলকাতা:700124




No comments:

Post a Comment