স্বাধীনতা
অভিষেক মিত্র
আমি বিশ্বাস করি:
তুমি অদৃশ্য হয়ে যাওনি,
মরেও যাওনি।
শিশুদের ভয়ার্ত চোখে, কিম্বা
আমাদের নিচু করা মাথায়,
প্রতিটি ছুটে যাওয়া ট্রেনে,
আমি তোমায় দেখি।
তুমি, পাহাড়ের চুড়ার মত, অনড়,
সাগরের ঢেউের মত, অবিরাম তোমার উপস্থিতি।
মনে রেখো,
যে পাখি খাঁচায় জন্মেছে,
তার কাছে উড়ে বেরানোটা কিন্তু একটা অসুখ,
স্কিৎজোফেনিয়ার মত।
ঠিকানা ১ – D-2, Flat No – 504, OCL New Colony, Rajgangpur, Orissa – 770017
No comments:
Post a Comment