আমায় নিয়ে
প্রশান্ত কুমার মন্ডল
আমায় ভাবে রাগি ভীষণ
আমাকে ভাবে পাজি
সবার সাথে মিশতে গেলে
কেউ হয়না রাজি।
আমায় ভাবে চালাক ভারি
কথায় পটু বেশ
বিপদে পড়লে সবাই ডাকে
থাকে না রাগ দ্বেষ।
পড়া শোনাটা হয়না কভু
মাথাটা গোলমেলে
বাড়িতে কেউ বলেনা পড়্
বেড়াই খেলে খেলে।
পাড়ার কাজে আমাকে ডাকে
সবার আগে যাই
তবু ভাবনা আমিই বাজে
ভলো চিন্তা নাই।
আমার মা যে শহরে যায়
পরের বাড়ি কাজে
একলা আমি করবো কি যে
তাইতো বলে বাজে।
১নংদিঘীরপাড়,পো:ক্যানিং টাউন
দ-২৪পরগনা
পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment