দেখা
দেবাশীষ চক্রবর্তী
কোথায় যাব ? এইতো আছি এক্কেবারে কাছটি ঘেঁষে ,
তোমার রঙিন আঁচলখানা ছুঁচ্ছে আমায় মিষ্টি হেসে।
কোথায় যাব ? এইতো আছি সামনাসামনি বোকার মতো ,
দেয়ালে পিঠ ঠেকেছে আজ , পিঠে অনেক ছুরির ক্ষত।
দেখতে আমায় পাচ্ছ না তো ? দৃষ্টি কি সব দেখতে পারে ?
চোখ কি দেখে যখন মানুষ নিজেই নিজের মনকে মারে !
কত শত লোক দেখ রোজ , তাদের কজন মনেই আসে ?
চোখ দিয়ে নয় , মনে দেখো , দেখবে আছি তোমার পাশে ।
তোমার কাছেই বসত আমার অপেক্ষা তো ডাকের শুধু ,
চোখ বুজে কি দেখছ আমায় ? যদি না পাও হৃদয় ধু ধু !
ইন্দিরালয়, ৮০. নরসিংহ দত্ত ঘাট রোড,
সুখচর, কলকাতা-৭০০১১৫
No comments:
Post a Comment