মায়াবী ফাগুন উত্তরে উড়ে গেল
বাতাসে উড়িয়ে দিয়ে হলদে শাড়ির আঁচল;
নিরুপায় চৈতি বাতাস বরণ করে নিলো
নতুনের সব কৌতূহল ....
বছরের এলো নতুন জন্মদিন।
অনেক মোমজন্ম পেরিয়ে বছর আবার
নতুন করে দাঁড়ালো কাগজে-কলমে।
নির্মম শব-সংগীত শেষে নতুন করে বাজলো
মুখ ও মুখোশের কলতান;
অসুখের সংসার পরে নিলো সুখের পোশাক
আর কারা যেন তাদের ছবির ক্যানভাস খুলে
গেয়ে উঠলো গ্রামছাড়া ঐ রাঙ্গামাটির পথের গান;
পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা কবিতার মতো
ঝরে পড়লো মুগ্ধবোধ ব্যাকরণের পাতায় পাতায় —
এসো হে বৈশাখ !
গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103
No comments:
Post a Comment