Friday, April 15, 2022

কবিতা || নয়া বছরের পহেলা দিনের মুখোশাবদ্ধ পদযাত্রা || রানা জামান



নয়া বছরের আগমন আজ গতানুগতিক
পুরাতন ছেড়া জামা গায়ে রাখা গেলেও পুরনো বছর সময়ে পিনাবদ্ধ করা যায় না

সকলে কি চায় নতুন বছর আসুক?
নতুনের তকমা থাকায় পুরনোর অনেক কিছুর সমাধি ঘটে নতুনের গর্ভে
প্রত্যাশার খোল-নলচে বদল চায় না অনেকেই
প্রকৃতির চক্র ঠেকানোর কোনো ক্ষমতা কোনো রাষ্ট্র প্রধানের নেই
উহু! সংবিধান সংশোধন করেও এ ক্ষমতা পাওয়া যাবে না মুঠোয়!

ব্যর্থতার পটকা মাছে ডোলা ভরতে থাকে যার, তার নতুন বছর শুধু বৃদ্ধি করে দুঃসময়ের দৈর্ঘ-দীর্ঘ নিঃশ্বাসগুলো শুকিয়ে নেয় কাদায় আটকে থাকা জলও
ছা-পোষা কেরানি কিংবা সততার কণ্টকাকীর্ণ পথে চলা কর্মচারির অবসরে যাবার বছর হলে চোখে লাগে ঘোর অন্ধকার

ক্ষমতার ঝোলে ডুবে থাকা সকলের বিন্দাস উৎসব নয়া বছরের প্রথম দিবস
প্রতিদিন নববর্ষ থাকলে অনেক উল্লাস করা যেতো আমজনতার রক্ত চুষে!
যেকোনো ছুতোয় আমজনতার রক্তচুষা মামুলি ব্যাপার এখন!

নকল পান্তায় পাঁচতারা হোটেলে জম্পেশ বর্ষ বরণের পার্টি
কৃষকের নেংটি কতটুকু শুকাবে তা নির্ধারণ করে রাইস মিলারগণ রাষ্ট্রযন্ত্রের নাটবল্টু হয়ে

নয়া বছরের পহেলা দিনের মুখোশাবদ্ধ পদযাত্রায় ঢাকা থাকে শোষিতের আর্তনাদ
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও শাসকের জোঁকচরিত্রের ঘটে নি রকমফের
পল্লীর আনন্দ বুর্জোয়া চরিত্র ছিনতাই করে নিয়ে গেছে পাঁচতারা হোটেলে ও সমুদ্র সৈকতে
পাশ্চাত্যের বিকিনি-ব্রা বাঙালির সংস্কৃতি গিলে নিয়ে গেছে লিভিং-টুগেদারে

নয়া বঙ্গাব্দের আগমন এখন যুৎসই পর্ব উদযাপন শহুরে ধনিক শ্রেণীর কাছে।



রানা জামান
আনিলা টাওয়ার
বাড়ি ১৮-১৯; সড়ক ৩; ব্লক আই;
বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;
ঢাকা-১২১৬; বাংলাদেশ


No comments:

Post a Comment