Friday, July 15, 2022

কবিতা || ঝুম্পা কবিরাজ




আশা

ঝুম্পা কবিরাজ 

অনাহুতের মতো বাক্য ব্যয় করি
প্রকাশ্যে-গোপনে কত শত বার
তবু বুঝি থেকে যায় জমা
ফুরায়না আলোচনা এ-বেলা আর।

আসন্ন শঙ্কাকে নিয়ে করি অভিযোগ
সময়ের স্রোতে মোরা ভাসি চিরকাল
আঁধারের ঘনঘটা খুঁড়ে দেয় ক্ষত
জানি তবু দেবে দেখা নতুন সকাল।

চিরন্তনের মিথ্যুক সাজে ধাঁধায় মন
রোষনায় ভুলে যায় ক্রমশই আপনারে
তবু চোখ বাসা বাঁধে আবার
অন্তরা গায় বসে সেতারের ভিড়ে।

দিন শেষে অস্ত যাওয়া জীবনে
রঙিন বসন্তের স্মৃতি ঝলমলিয়ে ওঠে
অজানা কোনো এক আশায় যেমন
ঝরে পড়বে জেনেও ফুলেরা ফোটে।।



Madpur
paschim Medinipur
Kharagpur(local)




1 comment: