Friday, July 15, 2022

ছড়া || শক্তিপ্রসাদ ঘোষ




ছোট্ট নদী

শক্তিপ্রসাদ ঘোষ 

 ছোট্ট নদীর নাম বউটি
ডুব সাঁতারে মৌটি
এপার ওপার করছে পার
বর্ষাতে জলের বাহার,
হাপুস হুপুস চলছে স্নান 
বর্ষাতে ডাকছে বান
ছোট মাছের লাফালাফি 
পাখিদের ডাকাডাকি, 
বউটি চলে এঁকেবেঁকে 
মেঘ ডাকে হেঁকে হেঁকে 
বৃষ্টি নামে মুশুল ধারে
ব্যাং লাফায় দু- পারে। 


------- ------- 




রবীন্দ্রনগর,নিউটাউন 
কোচবিহার-৭৩৬১০১



No comments:

Post a Comment