ফেসবুক ও হোয়াটসএপ এর ব্রতকথা
অসিত কুমার পাল
একটি সুন্দর শহর ছিল । সেখানে একজন সুন্দরী মহিলা বাস করতেন । তিনি সবসময় বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত আর বাচ্চাদের পড়াশুনা নিয়ে নাজেহাল হয়ে থাকতেন । তিনি দায়িত্বের বোঝা বয়ে আর নিঃসঙ্গতায় ভুগে অসুস্থ হয়ে পড়েছিলেন ।
ব্লাড সুগার আর প্রেসার তার উপর চেপে বসেছিল আর তার জীবন থেকে হাসি খুশি আনন্দ দূর হয়ে গিয়েছিল ।
একদিন তার এক বান্ধবী তাকে একটি স্মার্ট ফোন উপহার দিল । মহিলাটি ফেসবুক আর হোয়াটসএপের মাধ্যমে তার আত্মীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ শুরু করলেন ।
কয়েক দিনের মধ্যেই তার ব্লাড সুগার ও প্রেসার নরমাল হয়ে গেল । তিনি মহানন্দে ফেসবুক ও হোয়াটসএপের মহিমা সকলের কাছে বর্ননা করতে লাগলেন ।
মহিলাটির এক বান্ধবী জানতে চাইলেন - আমাকে বল, কিভাবে ফেসবুক ও হোয়াটসএপের ব্রত পালন করতে হয় । আর এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায় । আমিও এই ব্রত পালন করতে চাই ।
মহিলা তাকে জানালেন - প্রতিদিন সকালে সকল পরিচিতদের কাছে গুড মর্নিং বা সুপ্রভাত বার্তা পাঠাতে হয় , তেমনই সন্ধ্যায় গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা এবং রাতে গুড নাইট বা শুভ রাত্রি ম্যাসেজ পাঠাতে হয় ।
একটু পরে পরেই মোবাইল খুলে ফেসবুক ও হোয়াটসএপ নোটিফিকেশন দেখতে হয় । একটি গ্রূপ থেকে পাওয়া ম্যাসেজ ছবি বা ভিডিও অন্য ফেসবুক বা হোয়াটসএপ গ্রূপে পাঠিয়ে দিতে হয় ।
কোন কারনেই কোন হোয়্যাটসএপ বা ফেসবুক গ্রূপ ছেড়ে যাবে না । যারা ফেসবুক বা হোয়াটসএপের মহিমা জানে না , তাদের কাছে এর মহিমা কীর্তন করতে হবে ।
সেই বান্ধবী ভক্তি সহকারে ফেসবুক ও হোয়াটসএপ দেবীর আরাধনা করতে আরম্ভ করল এবং চার মাসের মধ্যেই অত্যাশ্চর্য ফল লাভ করল ।
মহিলাটির অন্য একজন বান্ধবী ফেসবুক বা হোয়্যাটসএপের মহিমা শুনেও তাতে কোন গুরুত্ব না দিয়ে তার মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন । তার উপরে একের পর এক বিপদের পাহাড় ভেঙে পড়ল । তার ছেলেমেয়েরা উশৃঙ্খল হয়ে উঠল আর তার ব্লাড প্রেসার ও সুগার বেড়েই চলল ।
শেষ পর্যন্ত বান্ধবীটি তার ভুল বুঝতে পেরে আর একটি স্মার্ট ফোন কিনে ধুপ ধুনা আরতি করে তার পূজা করল । বলল - আমি মূর্খ ছিলাম , অজান্তে ভুল করে ফেলেছি , আমাকে ক্ষমা করে দাও । মোবাইল দেবতা তার প্রার্থনায় সন্তুষ্ঠ হয়ে বরদান করলেন - এই মোবাইলে জিও র ইন্টারনেট প্যাক কিনে নাও , আর তোমার স্বামী ও সন্তানদের প্রত্যেককে একটি করে জিও ফোন কিনে দাও ।
বান্ধবীটি মোবাইল দেবতার কথা অক্ষরে অক্ষরে পালন করলে কয়েক দিনের মধ্যে তার জীবনে সমস্ত খুশি ফিরে এলে ।
নিয়মিত ভাবে ফেসবুক ও হোয়াটসএপ ব্রত পালন করলে ব্লাড প্রেসার ও সুগার নিয়ন্ত্রণে থাকে । অন ডিউটি অবস্থায় থেকেও এই ব্রত পালন করা যায় । কেউ অত্যন্ত ভক্তি সহকারে এই ব্রত পালনে মনপ্রাণ সমর্পণ করলে মোবাইল দেবতা তার প্রতি সন্তুষ্ঠ হয়ে তাকে সংসার প্রতিপালনের দায়িত্ব থেকে অব্যাহতি দেন ।
অতএব, স্মার্টফোন ব্যবহারকারী বন্ধুগন, আপনারাও ভক্তিসহকারে হোয়াটসএপ ব্রত পালন করে সুখী ও শান্তিময় জীবন নিশ্চিন্ত করুন ।
এই ব্রতকথা পাঠ করার পরে অতি দ্রুত ফরোয়ার্ড বা শেয়ার করলে নিশ্চিতভাবে শুভ ফল লাভ করবেন ।
শ্রী শ্রী ১০৮ ফেসবুক দেবতা ও হোয়াটসএপ দেবীর ব্রতকথা এখানেই সমাপ্ত হল ।
ওম শান্তি ।
গ্রাম ও ডাকঘর - আলমপুর
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা
পিন -743318.
No comments:
Post a Comment