অর্থহীন
বিক্রমজিৎ চট্টোপাধ্যায়
গতকাল রবিবারের পর আজ আরেকটা ছুটি। এরকম ছুটির দিন হলেই মনটা খারাপ থাকে মনোহারি মন্টু হকারের। অন্য দিনের তুলনায় ছুটির দিনে বিক্রিবাটা অনেকটাই কম হয়।একটা ট্রেন থেকে নেমে সে স্টেশনের কল থেকে বেশ করে জল খেয়ে নিল। তার পর আবার একটা ট্রেনের অপেক্ষা। ছুটির দিনে অনেক ট্রেন বাতিল থাকে। এরই মাঝে একটা ট্রেন আসার কথা ঘোষণা হচ্ছে। কিন্তু সেই সংবাদ চাপা পড়ে যাচ্ছে অদূরের ক্লাব ঘর থেকে ভেসে আসা গানের সুরে। মন্টু বিরক্ত হয়ে একবার সেই শব্দের অভিমুখে তাকাল। সামনের খালি মাঠটাতে বছর পাঁচেক আগে হঠাৎ গড়ে ওঠা ক্লাব ঘরের সামনে তখন মাথা উঁচিয়ে স্বাধীনতা দিবসের পতাকাটা অনেকটা মন্টুর মনের মতই অস্হির হয়ে দুলছে। কেউ কোথাও নেই তবু উৎসব প্রকাশের উপলক্ষ্যে একটার পর একটা দেশাত্ববোধক গান বেজেই চলেছে।
মন্টুর ভুরুটা একটু কুঁচকে যায়, সে তখন একাগ্র ভাবে শুনতে চেষ্টা করে,কোন ট্রেনটা আসছে।
৩৬/১, ওল্ড নিমতা রোড, বেলঘরিয়া,
কলিকাতা - ৫৬।
No comments:
Post a Comment