অশ্রুর গর্ব
সব্যসাচী হালদার
১৬ই জৈষ্ঠ, সময় বলতে গেলে প্রায় সকাল দশটা । সারা পাড়া ,না না বলতে গেলে সারা গ্রামটা যেন কোনো একটা বিশেষ কারণে ব্যস্ত হয়ে আছে। শুধু মাত্র একজন নিজেকে এই ব্যস্ততার থেকে আড়ালে রেখে প্রতিদিনের মতো হেঁসেল সামলাচ্ছে। হ্যাঁ রহিতের মা শ্রীমতী ছায়াদেবী । রহিতও খুব ব্যস্ত, ঠিক করে বলতে গেলে চিন্তিত, কারণ আজ যে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এই সকাল দশটার দিকে বেরোবে বলে খবর পেয়েছে সে।
সকাল থেকেই বন্ধুর বাড়িতে এসে বসে আছে রহিত নিজের রেজাল্ট, রিক-এর ফোনে দেখবে বলে। রিক আর রহিত ছোটো থেকেই খুব ভালো বন্ধু। যদিও রিক পড়াশোনায় খুব ভালো। বলতে গেলে ক্লাসের ফার্স্ট বয়। অন্যদিকে রহিত সাদামাটা টেনে-হেঁচড়ে পাশ করা ছেলে।
যাই হোক সময় মতো প্রকাশিত হলো রেজাল্ট। রিকের বাবার কথা মতো রহিতের রেজাল্ট আগে দেখা হল।
রেজাল্ট দেখা মাত্র অবিশ্বাসে ভরে ওঠে ওর চোখ। অবিশ্বাসের ঘোর কাটিয়ে , আবার একবার চোখ বুলিয়ে নিয়ে সে এক ছুটে , সারাটা রাস্তায় একটি বারও না থেমে চলে আসে মায়ের কাছে। রান্নাঘরে ঢুকে অবশ হয়ে যাওয়া শরীরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় সে বলে, "মা আমি সব সাবজেক্টে লেটার পেয়েছি। আর জানো! অঙ্কে একানব্বই। " কথাটা বলেই চোখ টপ টপ করে জল পড়তে থাকে রহিতের। খবরটা শুনে আনন্দ -উত্তেজনা-আবেগে শত চেষ্টা করেও চোখের জল ধরে রাখতে পারে না ছায়াদেবী। মূহুর্ত টা যেন ভেসে যাচ্ছে মা-ছেলের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুধারায়। প্রত্যেক ফোঁটা যেন জবাব দিয়ে যাচ্ছে এতদিনে ছায়াদেবীর মনে জমে থাকা অপমানের।
হ্যাঁ অপমান! সেই অপমান, যেদিন রিকের মা ছায়াদেবী রহিতের ক্লাস নাইনের রেজাল্ট বেরোনোর দিন টেনশন করছে দেখে বলেছিল, "কীসের টেনশন করছো?? রহিত টুকে-মুকে ঠিক পাশ হয়ে যাবে। টেনশন তো আমার বাপু, ছেলেটা ফার্স্ট হলো কি না কে জানে। "
কথাটা শুনে ছায়াদেবী মনের মধ্যে আঘাত টাকে চেপে রেখে প্রতিজ্ঞা করেছিলো, রহিতকে মাধ্যমিকে ভালো নম্বর পেতেই হবে। সেদিন থেকে ছায়াদেবী একদিকে যেমন রহিতের মা তেমনই অন্যদিকে তার শিক্ষিকা হয়ে উঠেছে।
দিন রাত এক করে নিজে উচ্চশিক্ষিত না হয়েও, রহিতকে পড়িয়েছে, সারারাত জেগে পাহারা দিয়েছে তাকে। ভালোবাসতে শিখিয়েছে পড়াশোনাকে।
আজ সেই শিক্ষিকা, না না মায়ের জয় হয়েছে। তাই চোখের জলের ফোঁটাগুলো যেন গর্বে উজ্জ্বল উঠছে। আর সানন্দে বলে যাচ্ছে সেই চির সত্যি কথাটাকে,,,,,,
"পৃথিবীতে সবথেকে বড়ো ইচ্ছাশক্তি,
আর তার চেয়েও মাতৃশক্তি । "
Vill- krishnapur, p.o - madhabpur,
dist - nadia, pin - 741164
No comments:
Post a Comment