ছোটো থেকেই শুনে এসেছি মেয়েদের নম্র, ভদ্র, শান্ত, সহ্য সহনশীলতা হতে হয়। রাগ জেদ ক্ষতি করে মেয়েদের তবে ছেলেরা করলে দোষ নয়।
কিন্তু কেন?
মেয়েদের রাগ জেদ থাকতে হয়। নিজেকে এমন ভাবে তৈরি করার জেদ রাখতে হয় কেউ যেনো বোঝা হিসেবে না ভাবে, বরং অন্যদের প্রেরণার কারণ যেনো মনে করে। স্বপ্ন কি শুধু বিয়ের জন্যই দেখা উচিত? স্বামী দায়িত্ত্ব নিবে, আর স্ত্রী ঘর সংসার দেখবে! শুধু সংসারেই বদ্ধ হওয়াই কি স্বপ্ন? নিজের দায়িত্ব যাতে নিজে বহন করতে পারে সেই স্বপ্ন দেখা অনেক শ্রেয়। সব সময় মনে রাখা উচিত মেয়েদের, তাদের নিজস্ব বলতে কিছুই নেই। তারা অস্থায়ী। নিজস্ব বলতে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া। এটাই একমাত্র নিজস্ব বলে দাবি করা যায়। যেদিন নিজের কাজল নিজের উপার্জনে কিনে ব্যবহার করতে পারবে চোখের সৌন্দর্য্য আরও বেড়ে যাবে। কম দামি জিনিস হউক তবে সেটা নিজের হউক।
শুধু জেদ রাগ যে ভালোবাসার মানুষের জন্য করতে হবে তা নয়, নিজেকে স্বাবলম্বী করার ক্ষেত্রেও করা যায়। সেটা যদি কারো বিরুদ্ধেও করা হয়। সেটা ভুল নয় বরং নিজের পরিচয় তৈরি করার সঠিক সিদ্ধান্ত।
মেয়েদের রাগ জেদ থাকতে হয়। অত সহজে নিজের কষ্ট দুঃখ জাহির করলে চলে? মন খারাপের গল্প শোনার লোক অনেক কম। কিন্তু প্রতিষ্ঠিত হলে তোমার উন্নতির গল্প শোনার লোকের অভাব থাকবে না। জীবনে থেমে থাকে না কিছুই। জীবন মানেই এগিয়ে যাওয়া।
Assam, Guwahati
No comments:
Post a Comment