Friday, July 15, 2022

কবিতা || প্রবোধ চন্দ্র দাস




কবিতা

প্রবোধ চন্দ্র দাস 

কবিতা কি কেবল শব্দের মেলা,
    নাকি কোন অবাক করা লীলা
শুধু কি সুবিন্যাসে বিস্তার করা ?
    যেমন মনে হয়, কোন বাস্তব খেলা।

এতো এক কল্পনা প্রসূত ব্যাপার
    কবির সন্তান বা মানস পুঁতুল,
যেমন বলবে তাই যেন করবে
    আশ্চর্য, মনের কথা করে না ভন্ডুল।

অবিকল মানুষের মতো কাজ
    কতো হাঁসি, কান্না, সুখ, বেদনা,
সবই অন্তর্নিহিত, তবে পড়তে হবে
    তাহলেই করা যাবে বিচার বিবেচনা।

কবিতা তো কোন নোট বুক নয়
    যে পয়েন্টগুলো নোট করে রাখবে,
কবিতা পড়া যায়, গবেষণাও করা যায়
  অণু-পরমাণু জুড়ে মৌলিক করে লিখবে ॥
                         ———


৩২, ড: বীরেশ গুহ স্ট্রীট, দ্বিতীয় তল,
পো. অ - সার্কাস এভিনিউ,
কোলকাতা- ৭০০০১৭



No comments:

Post a Comment