Friday, July 15, 2022

কবিতা || সুশান্ত সেন




গ্রাম

সুশান্ত সেন

গ্রাম এর কাছে এই জীবনে হয় না যাওয়া
শহর জোড়া জীবন নিয়ে চলতে থাকি
শহর জন্ম শহর মৃত্যু , শহরে শেষ
জানি না ত পূর্ব পুরুষ কোন গ্রামেতে
জন্ম নিয়ে এসে ছিল এই শহরে !
শহর শহর শহর খেলা রাত্রি দিনের।
গ্রাম তো এখন রাত্রি দিনের স্বপ্নে দেখি
দূর থেকে ত দেখতে থাকি চলার পথে
না হয় তুলি কাগজ নিয়ে আঁকতে বসি 
এই জীবনে হলোই নাতো গ্রামে থাকা।
জীবন জীবন জীবন কখন শেষ হয়ে যায়
গ্রামের মায়া গ্রামের মাটি চোখেই থাকে।




৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০




No comments:

Post a Comment