Friday, July 15, 2022

কবিতা || অজিত কুমার জানা




আগুন 

অজিত কুমার জানা 

আগুন ও জীবন একাত্ম হলে, 
জীবন জ্বলে, আগুন পুড়ে। 
তলার মাটি শক্ত স্বাধীন, 
দূষণ মুক্ত নদী স্রোত। 

পাতা পুড়ে ছাই হয়, 
ছাইভস্ম উড়ে হাওয়ায় চৌদিক। 
স্বপ্ন নুড়ি, পাহাড় আলো, 
সেলাই আঘাত স্বাধীন কোলাহল। 
ব্যালকনির প্রতিদিন অগনিত প্রাপ্তি, 
আদর্শ অস্তিত্বের পুষ্পিত কানন। 

অরক্ষনীয়া দুঃখ বীজ পুঁতে, 
স্বপ্ন আলাদা, ভীষণ সবল।
আগুন নক্ষত্র পাখি যাযাবর, 
আগুন পোড়ায় রামধনু আঁকে। 

আগুনের ভেতর হাঁটে জীবন, 
জীবন অমৃত পান করে, 
আগুনের একটু ছোঁয়ায়।




গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, 
জেলা-হাওড়া, পিন ৭১১৩০১,
পশ্চিমবঙ্গ




No comments:

Post a Comment