জড়ত্বের স্বীকৃতি
সৌমিত্র উপাধ্যায়
সেই গভীর স্তব্ধতা
কখনও বোঝোনি তুমি
আমার পথের শেষে দূরে
দেখা যায় নীল নির্জন মরু
মিলেছে পথের কাঁটা
বিষাদের টানে অভিমানী
দিবারাত্রি খুঁজেছি জলের দুর্বলতা
কতটা গভীর না জেনেই মাতামাতি
সুখ নেই মানি
শুধু পাত্রভরা দুঃখের আকৃতি
বালি ওঠে নীরব সংস্কারে
ঘেঁটে যাওয়া কাদাজল
বুকে টেনে নিয়েছি প্রবল
অর্ধেক জীবন
বয়ে নিয়ে গেছে করাল বৈশাখ
আর কিছু না হোক
বাকি অর্ধেক জড়ত্বের স্বীকৃতি পাক..
---------
Ashiyana Society, Flat No.2C,
Phase-2,Shankarpur, PO : Arrah
Durgapur - 713212
Paschim Bardhhaman
No comments:
Post a Comment