রাঙ্গা নদী
পিঙ্কু চন্দ
রাঙ্গা নদীর কূল ঘেঁষে
বিশাল পাথরে পা রেখে
একটা মিথুন নদীর জলে
নিজের প্রতিবিম্ব আঁকছে
আমি টুরিষ্ট লজে দাঁড়িয়ে
সামনে নদী পাহাড়ি যুবতি
ঢেউয়ে ঢেউয়ে সজাগ অরণ্য
দেখি জল আর পাথরের সঙ্গম
নির্জন বনভূমে স্বপ্ন খুঁজে
এক নিশিং যুবতির বুক
সারা রাত জেগে থাকে টং ঘর
রাঙ্গা নদীর উচ্ছল প্রেম।
_____________
Vill- Narikhali.
P.O. - Lakshmi bazar.
District- Karimganj.
ASSAM
No comments:
Post a Comment